Saturday, July 22, 2017

চার্জ নেই মোবাইলে !!! তবুও কথা বলুন...

চার্জ নেই মোবাইলে !!! তবুও কথা বলুন...
বর্তমান মাল্টিমিডিয়া সেট গুলোতে প্রায় ই দেখা যায় যে ব্যাটারীতে চার্জ শেষ হয়ে আসলে যখন লো ব্যাটারী শো করে তখন আর কোথাও কল করা যায় না। আর যদি ইমারজেন্সি কোন কল করার প্রয়োজন পরে তাহলে তো খুব ঝামেলা পোহাতে হয়। কিন্তু চার্জ এর ক্রান্তিকালে তখন ও কল করা সম্ভব!! কিভাবে? চলুন দেখিঃ এ পদ্ধতিটা শুধুমাত্র নোকিয়া ব্যবহারকারি দের জন্য। সকল নোকিয়া ফোন কিছু চার্জ রিজার্ভ করে থাকে আর সেটাই আমরা ব্যবহার করতে পারি। আর সেজন্য আপনাকে *3370# চাপতে হবে, তারপর আপনার ফোন রিস্টার্ট নেবে না নিলেও ফোন সেটটি বন্ধ করে আবার ওপেন করুন দেখবেন ফোন চার্জ ৫০% বেড়ে গেছে!! ব্যাস ব্যবহার করে নিন সেটুকু। ডি আক্টিভেট করতে পুনরায় *3370# চাপুন। পুনরায় যখন্ন চার্জ করবেন তখন ফোন সিস্টেম রিজার্ভ চার্জ টুকু আবার করে নিবে।


SHARE THIS

Author:

0 comments: