Saturday, July 22, 2017

file বা ফোল্ডার hide করুন কোন রকম সফটওয়্যার...

file বা ফোল্ডার hide করুন কোন রকম সফটওয়্যার...

কথা বাড়াবোনা। শিরোনাম দেখেই আশা করি বুঝে গেছেন যে আজ কি নিয়ে লিখতেছি।
হ্যাঁ, আজ আপনাদেরকে দেখাবো কিভাবে কোন সফটওয়্যার ছাড়া যে কোন ফাইল বা গুরুত্বপূর্ণ ফোল্ডার হাইড করবেন, যেন কেউ আর খুজে না পায়। এজন্য প্রথমে স্টার্ট মেনু থেকে run এ ক্লিক করুন,
তারপর লিখুন cmd  এবং এন্টার চাপুন, একটা window আসবে, সেখানে লিখুন attrib তারপর একটি space দিয়ে লিখুন +s তারপর একটি space দিয়ে লিখুন +h তারপর একটি space দিয়ে লিখুন drive এর প্রথম অক্ষর যে drive এর file বা folder hide করতে চান, তারপর ইস্টু (:) দিয়ে যে file বা folder hide করতে চান তা লিখে enter চাপলেই ঐ file বা folder hide হয়ে যাবে, যেমন আমি যদি raihan নামের একটি ফোল্ডার f drive থেকে hide করতে চাই, attrib< > +s < > +h < > f:raihan,
আবার folder টি ফিরিয়ে আনতে চাইলে শুধু +s +H এর জায়গায় -s -h হবে, আর সব নিয়ম আগের মতই…
ভাল লাগলে comments করলে খুশি হব।

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন.....।।
আল্লাহ হাফেয…।


SHARE THIS

Author:

0 comments: