Friday, July 14, 2017

কিভাবে একটি ওয়েবসাইট ব্লক করবেন (How To Block a...

কিভাবে একটি ওয়েবসাইট ব্লক করবেন (How To Block a... আমাদের অনেক সময় website ব্লক করার প্রয়োজন হয় . এটা হয়তো বিভিন্ন site এ অতিরিক্ত সময় ব্যায় কিংবা পর্নো site গুলো থেকে শিশুদের দূরে রাখার জন্য প্রয়োজন হতে পারে .এজন্য  অনেকেই খোজ  করে থাকেন কিভাবে একটি website ব্লক করা যায় ?


নিচের ধাপ গুলো অনুসরণ করে খুব সহজেই আপনি যেকোনো website ব্লক করতে পারেন.
 *Computer > Local Disk(C:) > Windows > System32 > drivers>etc



**এখন host ফাইল এ mouse এর right বাটন ক্লিক করে notepad এ ওপেন করুন .সব নিচে localhost লেখা অংশ খুঁজে বের করুন .



***এর নিচে 127.0.0.1  লিখে আপনি যে  website  ব্লক করতে চান তার URL লিখে  file অপশন এ গিয়ে  save করুন  .এবার আপনার সার্চ  ইঞ্জিনে গিয়ে website টি সার্চ করুন .
দেখবেন ওই site ওপেন হচ্ছে না .এখানে উদাহরণ স্বরূপ আমি facebook ব্লকের নিয়ম দেখালাম .


এভাবে এক বা একাধিক website আপনি 127.0.0.1 এর পর URL লিখে  ব্লক করতে পারেন .

 একইভাবে Unblock করার জন্য এ অংশটুকু delete করে পুণরায় save করুন .


SHARE THIS

Author:

0 comments: