Saturday, July 22, 2017

UC Browser দিয়ে আপনার অ্যানড্রয়েড মোবাইলে...

UC Browser দিয়ে আপনার অ্যানড্রয়েড মোবাইলে...
বন্ধুরা কেমন আছেন সব্বাই? সবাই ভাল আছেন এটাই প্রত্যাশা করি।আজকের আমার এই পোস্টটি UC Browser দিয়ে   অ্যানড্রয়েড মোবাইলে আনলিমিটেড ডাউনলোড করার ওপরে।
UC 7.2 For Android  ডাউনলোড করুন
UC Browser দিয়ে আপনার অ্যানড্রয়েড মোবাইলে আনলিমিটেড ডাউনলোড করুন।

এবার gpmms সেটিং একটিভ করুন।
যাদের নাই তারা এভাবে তৈরি করুন।
name : gpfree
apn : gpmms
proxy : 10.128.1.2
port : 80.
এবার ইউছি ওপেন করুন।অপশন বটনে চাপুন। system menu → setting → useproxy তে টিক  চিহ্ন  দিন। proxy host ip = 10.128.1.2 proxy port = 8080 এবার ব্যাক করুন। এবার ফ্রন্ট কুয়ারিতে দেন 10.102.61.249.8002 @ [@ এর আগে স্পেস আছে] এবার ইন্সটল করে বাশ দিন জিপিকে। ইউছি দিয়ে কোন সিমা নাই ডাউনলোড এর জন্য।আশা করি পোস্টটি সবার উপকারে আসবে।ভাল লাগলে পোস্টটি সবার সাথে শেয়ার করেতে ভুলবেন না।পরবর্তীতে আরও ভাল পোস্ট পাবেন সেই চেষ্টা থাকবে।সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।


SHARE THIS

Author:

0 comments: