Sunday, October 29, 2017

অল্প দামের সেরা ৫টি স্মার্টফোন



সম্প্রতি বিশ্ব বাজারে ১৫ হাজার টাকার কম দামের ফোনগুলির মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে Xiaomi-এর Redmi note 4 আর Redmi 4। আর তৃতীয় স্থানে রয়েছে Samsung Galaxy J2। এই রকম হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার বাজারে আসুন দেখে নেওয়া যাক ১৫,০০০ টাকার কম দামের সেরা ৫টি স্মার্টফোন…
১. Xiaomi Redmi Note 4
দাম: ১২,৫০০ টাকার একটু বেশি।
স্পেসিফিকেশন:
>৫.৫ ইঞ্চি IPS LCD 1080 x 1920 pixels ডিসপ্লে
>অক্টাকোর 2.0 GHz Snapdragon 625 প্রসেসর
>2/3/4 GB RAM 32/64 GB স্টোরেজ
>Android 6.0 Marshmallow
>ডুয়াল সিম (মাইক্রো+ন্যানো)
>13MP রিয়ার ক্যামেরা
>5MP ফ্রন্ট ক্যামেরা
>4100 mAh ব্যাটারি
২. Xiaomi Redmi 4
দাম: ৮,৮০০ টাকা প্রায়
স্পেসিফিকেশন
>৫ ইঞ্চি IPS LCD 720 x 1280 pixels ডিসপ্লে
>অক্টাকোর 1.4 GHz Qualcomm Snapdragon 435 প্রসেসর >2/3/4 GB RAM 16/32/64 GB স্টোরেজ
>Android 7.0 Nougat
>ডুয়াল সিম (মাইক্রো+ন্যানো)
>13MP রিয়ার ক্যামেরা
>5MP ফ্রন্ট ক্যামেরা
>4100 mAh ব্যাটারি
৩. Samsung Galaxy J2
দাম: ৯,৫০০ টাকা প্রায়
স্পেসিফিকেসান:
> ৫ ইঞ্চি AMOLED 720 x 1280 pixels ডিসপ্লে
>কোয়াডকোর 1.5 GHz Cortex-A7 প্রসেসর
>1.5GB RAM 8GB স্টোরেজ
>Android 6.0.1 Marshmallow
>ডুয়াল সিম (মাইক্রো)
>8MP রিয়ার ক্যামেরা
>5MP ফ্রন্ট ক্যামেরা
>2600 mAh ব্যাটারি
৪. OPPO A37
দাম: ১২,০০০ টাকা প্রায়
স্পেসিফিকেশন:
>৫ ইঞ্চি IPS LCD 720 x 1280 pixels ডিসপ্লে
>কোয়াডকোর 1.2 GHz Qualcomm Snapdragon 410 প্রসেসর
>2GB RAM 16 GB স্টোরেজ
>Android 5.1 Lollipop
>ডুয়াল সিম (ন্যানো)
>8MP রিয়ার ক্যামেরা
>5MP ফ্রন্ট ক্যামেরা
>2630 mAh ব্যাটারি
৫. Samsung Galaxy J7
দাম: ১৫,০০০ টাকা প্রায়
স্পেসিফিকেশন:
>৫.৫ ইঞ্চি Super AMOLED 720 x 1280 pixels ডিসপ্লে
>অক্টাকোর 1.6 GHz Samsung Exynos 7 Octa 7870 প্রসেসর
>2GB RAM 16GB স্টোরেজ Android 6.0.1 Marshmallow
>ডুয়াল সিম (মাইক্রো)
>13MP রিয়ার ক্যামেরা
>5MP ফ্রন্ট ক্যামেরা
>3300 mAh ব্যাটারি
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

SHARE THIS

Author:

0 comments: