Monday, November 27, 2017

খুব সহজেই উইন্ডোজ ৭,৮,১০ অ্যাক্টিভ করুন। 100%


ইন্টারনেট এ অনেক ফেক প্রোডাক্ট কী পাবেন, কিন্তু ওগুলো দিলে দেখা যাচ্ছে ইন্টারনেট অন করলে প্রোডাক্ট আইডিকে ফেক হিসাবে ধরে নিচ্ছে। এজন্য আমি বলবো সফটওয়্যার ব্যবহার করতে। সফটওয়্যার গুলো একটি প্রোডাক্ট কি কে ফেক হিসাবে ধরলে আর একি দিয়ে দেয় স্বয়ংক্রিয়ভাবে। আপনি নিচের সফটওয়্যার টি ইন্সটল করুন তারপর আর কিছু করতে হবে না। তবে খেয়াল রাখবেন এটাকে অ্যান্টিভাইরাস গুলো হ্যাকিং টুল হিসাবে চিহ্ন করে, তাই ইন্সটল দেয়ার সময় অ্যান্টিভাইরাসটি বন্ধ রাখুন আর জীপ ফাইলটিতেই ব্যাকআপটি রাখুন।


Name: KMSPico_10.2.1.iso
Download Link : Here 
ফেসবুক এ আমায় পাবেন

SHARE THIS

Author:

0 comments: