Thursday, November 16, 2017

ঢাকায় চালু হল “রোবট রেস্টুরেন্ট”



দেশে প্রথমবারের মতো একটি রেস্টুরেন্ট চালু হয়েছে যেখানে খাবার পরিবেশন করবে রোবট। রেস্টুরেন্টটিকে ‘রোবট রেস্টুরেন্ট’ বলা হচ্ছে।
খাবার অর্ডার করলে রোবটটি শেফের কাছ থেকে খাবার নিয়ে নির্দিষ্ট টেবিলে সেই খাবার পৌঁছে দেওয়ার কাজ করছে।
বুধবার রোবট রেস্টুরেন্টের খবর জানাতে এক সংবাদ সম্মেলন করে রেস্টুরেন্ট মালিকপক্ষ।
রোবট রেস্টুরেন্টটি রাজধানীর আসাদ গেটের ফ্যামিলি ওয়ার্ল্ড টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত। আর এটি যৌথভাবে পরিচালনা করছে বাংলাদেশ ও চীনের রোবট প্রস্তুতকারী সংস্থা এইচ জেড এক্স ইলেকট্রনিক টেকনোলজি।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশে এটি প্রথম রেস্টুরেন্ট যেখানে রোবটের মাধ্যমে গ্রাহকদের খাবার সরবরাহ করা হচ্ছে। উদ্যোগটিকে মাইলফল হিসেবে দেখেছেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।
রেস্টুরেন্টটির পরিচালক রাহিন রাইয়ান নবী বলেন, ঘণ্টার পর ঘণ্টা কাজ করে ওয়েটাররা ক্লান্ত হয়ে যান। রোবট এক্ষেত্রে অনর্গল কাজ করতে পারবে। একই সঙ্গে জীবানুমুক্ত থাকতে পারবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেস্টুরেন্টের কর্মকর্তারা, এছাড়াও এইচ জেড এক্স ইলেকট্রনিক টেকনোলজি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাক্স সোয়াজ, কাস্টমার রিলেশন ম্যানেজার তানভিরুল হক উপস্থিত ছিলেন।

SHARE THIS

Author:

0 comments: